Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৬ষ্ঠ (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ১০.১২.২০১০
 
81. ২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
ক. ৬টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ৯টি
উত্তরঃ
 
82. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
ক. ফিটকিরি
খ. ক্যালসিয়াম কার্বনেট
গ. গ্লিসারিন
ঘ. সোডিয়াম ক্লোরাইড
উত্তরঃ
 
83. চিলির খনিতে আটকা পড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
ক. ৫৯ দিন
খ. ৬৬ দিন
গ. ৬৮ দিনি
ঘ. ৬৯ দিন
উত্তরঃ
 
84. ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কী?
ক. সিডর
খ. নার্গিস
গ. আইলা
ঘ. সুনামি
উত্তরঃ
 
85. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
ক. হামিদুর রহমান
খ. শামিম শিকদার
গ. আইলা
ঘ. সুনামি
উত্তরঃ
 

86. ইতিহাসের বিখ্যাত ট্রয়নগরী কোথায়?
ক. তুরঙ্কে
খ. গ্রিসে
গ. স্পেনে
ঘ. সিরিয়ায়
উত্তরঃ
 
87. সি এস জি দ্বারা কী বোঝায়?
ক. রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস
খ. অপরিশোধিত পেট্রোলিয়াম
গ. এক ধরনের শিশা
ঘ. অতি প্রাকৃত গ্যাস
উত্তরঃ
 
88. দুধের রং সাদা হয় কেন?
ক. প্রোটিনের জন্য
খ. ফ্যাটের জন্য
গ. মিনারেলের জন্য
ঘ. কার্বোহাইড্রেটের জন্য
উত্তরঃ
 
89. কোন হরমোনের অভাবে শিশু বামন হয়?
ক. থাইরক্সিন
খ. ফাইরক্সিন
গ. অ্যাডরেনালিন
ঘ. গ্যাস্টিন
উত্তরঃ
 
90. অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন--
ক. ডারউইন
খ. মার্কনী
গ. লুইপাস্তুর
ঘ. আলেকজান্ডার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question