Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৬ষ্ঠ (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ১০.১২.২০১০
 
61. একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৪০ মিটার ও প্রস্থ ৩০ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
ক. ১৩৬ বর্গমিটার
খ. ১০৬ বর্গমিটার
গ. ১৩০ বর্গমিটার
ঘ. ১০৭ বর্গমিটার
উত্তরঃ
 
62. ১,১,২,৩,৫ ------ ধারাটির দশম সংখ্যাটি কত?
ক. ৩৪
খ. ৫৫
গ. ২১
ঘ. ১৩
উত্তরঃ
 
63. একটি ভগ্নাংশের হর ও লবের অনুপাত ৩ : ২। লব থেকে ৬ বাদ দিলে যে ভগ্নাংশটি পাওয়া যায়, সেটি মূল ভগ্নাংশের ২/৩ গুণ হয়। ভগ্নাংশটির লব কত?
ক.
খ. ১৬
গ. ১৮
ঘ. ২৪
উত্তরঃ
 
64. একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬ বর্গমিটার, পরিধি ৮ মিটার, বৃত্তটির ব্যাসার্ধ কত?
ক. ২ মিটার
খ. ৩ মিটার
গ. ৪ মিটার
ঘ. ৫ মিটার
উত্তরঃ
 
65. x+1x=2 হলে, xx2-x+1 এর মান কত?
ক. 1
খ. 2
গ. 3
ঘ. 4
উত্তরঃ
 

66. x3-7x-6 এর উৎপাদক কত?
ক. (x+1)(x-2)(x-3)
খ. (x-1)(x+2)(x-3)
গ. (x+1)(x+2)(x-3)
ঘ. (x-1)(x-2)(x-3)
উত্তরঃ
 
67. কোনো সংখ্যার একক, দশক ও শতক স্থানীয় অংক x, y, z হলে সংখ্যাটির রূপ হবে ---
ক. 100x +10y+z
খ. 100z + 10y + x
গ. 100xyz
ঘ. 100z + 10y +y
উত্তরঃ
 
68. যদি A সূক্ষকোণ এবং sinA=1213 হয়, তবে cotA এর মান কত?
ক. 5/13
খ. 5/12
গ. 10/3
ঘ. 10/13
উত্তরঃ
 
69. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
ক. ৪%
খ. ৬%
গ. ৫%
ঘ. ৭%
উত্তরঃ
 
70. A=45° হলে, 1-tan2A1+tan2A= কত?
ক. 1
খ. 1/2
গ.
ঘ. 2
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question