Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৬ষ্ঠ (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ১০.১২.২০১০
 
11. 'ফপর দালালি' -এ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
ক. ঠোঁট কাটা
খ. কান্ডজ্ঞানহীন
গ. গায়ে পড়ে মাতব্বরী
ঘ. ধনের অহংকার
উত্তরঃ
 
12. শুদ্ধ বানান কোনটি?
ক. দীনতা
খ. দৈন্যতা
গ. দীন্যতা
ঘ. দিনতা
উত্তরঃ
 
13. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
ক. আরবি
খ. ফারসি
গ. সংস্কৃত
ঘ. ইংরেজি
উত্তরঃ
 
14. পর্বত শব্দের সমার্থক নয় কোনটি?
ক. অচল
খ. ভূধর
গ. অদ্রি
ঘ. উপল
উত্তরঃ
 
15. 'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে--
ক. বনের পশু বনে থাকতেই ভালবাসে
খ. প্রকৃতি রুপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
গ. আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
ঘ. জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
উত্তরঃ
 

16. 'ইঁদর কপালে' বাগধারটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. মন্দ বাক্য
খ. মন্দ ভাগ্য
গ. হাস্যকর চেহারা
ঘ. ইঁদুরাকৃতি কপাল
উত্তরঃ
 
17. 'বৈরাগ্য সাধনে ----- সে আমার নয়' শূণ্যস্থান পূরণ করুন।
ক. মুক্তি
খ. আনন্দ
গ. বিশ্বাস
ঘ. আশ্বাস
উত্তরঃ
 
18. কোন বাক্যটি শুদ্ধ?
ক. আমি সন্তোষ হলাম
খ. আমি সন্তোষ্ট হইলাম
গ. আমি সন্তুষ্ট হলাম
ঘ. আমি সন্তুষ্ট হলাম
উত্তরঃ
 
19. বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
ক. ৭ টি
খ. ৮টি
গ. ৯টি
ঘ. ১০টি
উত্তরঃ
 
20. সমাস শব্দের অর্থ কি?
ক. বিশ্লেষণ
খ. সংক্ষেপণ
গ. সংযোজন
ঘ. সংশ্লেষণ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question