Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৬ষ্ঠ (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ১০.১২.২০১০
 
1. কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক. অসমিয়া
খ. হিন্দি
গ. বঙ্গকামরুপী
ঘ. সংস্কৃত
উত্তরঃ
 
2. ভাষার কোন রীতি পরিবর্তনশীল?
ক. সাধুরীতি
খ. চলিত রীতি
গ. কথ্যরীতি
ঘ. লেখ্যরীতি
উত্তরঃ
 
3. 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. রদনী
খ. নদীকান্ত
গ. কলত্র
ঘ. আপ্লব
উত্তরঃ
 
4. কোন বাক্যটি শুদ্ধ?
ক. তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
খ. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
গ. আমার আর বাঁচিবার স্বাদ নাই
ঘ. কোনো বাক্যই শুদ্ধ নয়
উত্তরঃ
 
5. দু'টি পদের সংযোগস্থলে কি বসে?
ক. ড্যাশ
খ. হাইফেন
গ. কোলন
ঘ. কোলন ড্যাশ
উত্তরঃ
 

6. 'অম্বু' শব্দের অর্থ কী?
ক. আগুন
খ. নদী
গ. সূর্য
ঘ. জল
উত্তরঃ
 
7. লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
ক. বিশ্রাম চিহ্ন
খ. বিরাম চিহ্ন
গ. বিভাজন চিহ্ন
ঘ. সাংস্কৃতিক চিহ্ন
উত্তরঃ
 
8. 'মনমাঝি' -এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. মন ও মাঝি
খ. মন মাঝির ন্যায়
গ. মনরুপ মাঝি
ঘ. মন যে মাঝি
উত্তরঃ
 
9. বিরাম চিহ্ন কেন ব্যবহাত হয়?
ক. বাক্য সংকোচনের জন্য
খ. বাক্যের অর্থ স্পষ্টীকরনের জন্য
গ. বাক্যের সৌন্দর্যের জন্য
ঘ. বাক্যকে অলংকৃত করার জন্য
উত্তরঃ
 
10. কোন বাগধারাটির অর্থ চির অশান্তি?
ক. কুল কাঠের আগুন
খ. তুষের আগুন
গ. রাবনের চিতা
ঘ. কলির সন্ধ্যা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question