Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৭ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- ০২.১২.২০১১
 
71. বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি কোথায়?
ক. ভেড়ামারা
খ. ঘোড়াশাল
গ. আশুগঞ্জ
ঘ. কাপ্তাই
উত্তরঃ
 
72. মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা " সেপ্টেম্বর অন যশোর রোড" এর রচয়িতা কে?
ক. নোয়েল কাউয়ার্ড
খ. বব ডিলান
গ. জর্জ হ্যারিসন
ঘ. এলেন গিন্সবার্গ
উত্তরঃ
 
73. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক. কর্ণফুলী
খ. বুড়িগঙ্গা
গ. মধুমতী
ঘ. মহানন্দা
উত্তরঃ
 
74. প্রয়াত চিত্র পরিচালক তারেক মাসুদ -এর জঙ্গিবাদ ও তার প্রভাব সম্পর্কিত চলচ্চিত্রের নাম--
ক. মাটির ময়না
খ. রানওয়ে
গ. মুক্তির গান
ঘ. নরসুন্দর
উত্তরঃ
 
75. বাংলা বর্ণমালা এসেেছে কোন লিপি থেকে?
ক. কিউনিফর্ম লিপি
খ. ব্রাহ্মী লিপি
গ. ল্যাটিন লিপি
ঘ. হায়রোগ্লিফিক লিপি
উত্তরঃ
 

76. 3x + 4y =14, 4x - 3y =2 এর সমাধান সেট কত হবে?
ক. (2, 3)
খ. (3, 2)
গ. (2, 2)
ঘ. (3, 3)
উত্তরঃ
 
77. x+3y =0 সমীকরণের লেখচিত্র কি হবে?
ক. বৃত্ত
খ. পরাবৃত্ত
গ. মূল বিন্দুগামী সরলরেখা
ঘ. বক্ররেখা
উত্তরঃ
 
78. ৬০ ও ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে ---
ক.
খ. ১২
গ. ১৮
ঘ. ১৪০
উত্তরঃ
 
79. একটি গোলকের ব্যাসার্ধ ৫ সে.মি. হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত ?
ক. ৮০π বর্গ সে. মি
খ. ১০০π বর্গ সে. মি
গ. ২০০π বর্গ সে. মি
ঘ. ৩১৪.২৪π বর্গ সে. মি.
উত্তরঃ
 
80. একটি রম্বসের কর্ণদ্বয় ৪০ সেমি ও ৬০ সেমি। রম্বসের ক্ষেত্রফল কত?
ক. ২৪০০ বর্গ সেমি
খ. ১২০০ বর্গ সেমি
গ. ৬০০ বর্গ সেমি
ঘ. ৪৮ বর্গ সেমি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question