Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৭ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- ০২.১২.২০১১
 
41. শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন--
ক. শষ্য, ভুবন ,শ্রদ্ধাঞ্জলি
খ. সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা
গ. আকাঙ্ক্ষা ,গ্রামীণ, দারিদ্র্য
ঘ. মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
উত্তরঃ
 
42. শুদ্ধ বানান কোনটি?
ক. দুরন্ত
খ. দোর্গা
গ. দোর্গ
ঘ. দূর্বল
উত্তরঃ
 
43. 'বিদ্যান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর' বাক্যটির শুদ্ধরুপ কোনটি?
ক. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
খ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্টতর
গ. বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
ঘ. বিদ্বান মুর্খ অপেক্ষা শ্রেষ্ঠ
উত্তরঃ
 
44. 'স্বেচ্ছাচারী ব্যক্তি' কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
ক. ধর্মের ষাঁড়
খ. পোয়া বারো
গ. রাহুর দশা
ঘ. বুদ্ধির ঢেকি
উত্তরঃ
 
45. কোনটি সাধুরীিতির শব্দ?
ক. আজ
খ. মিনতি
গ. জল
ঘ. জোসনা
উত্তরঃ
 

46. একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে?
ক. হাইফেন
খ. সেমিকোলন
গ. ড্যাশ
ঘ. কমা
উত্তরঃ
 
47. দ্বিগু সমাসে কোন পদ প্রধান?
ক. পরপদ
খ. পূর্বপদ
গ. উভয় পদ
ঘ. অন্য পদ
উত্তরঃ
 
48. 'নবপৃথিবী'-এর সঠিক ব্যাসবক্য কোনটি?
ক. নব ও পৃথিবী
খ. নব পৃথিবী যার
গ. নব পৃৃথিবীর ন্যায়
ঘ. নব যে পৃথিবী
উত্তরঃ
 
49. শুদ্ধ বানান কোনটি?
ক. শান্তনা
খ. শান্ত্বনা
গ. সান্তনা
ঘ. সান্ত্বনা
উত্তরঃ
 
50. সাধু ও চলিত রীতিতে অভিন্নরুপে ব্যবহৃত হয়--
ক. অব্যয়
খ. সম্বোধন পদ
গ. সর্বনাম
ঘ. ক্রিয়া
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question