Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৭ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- ০২.১২.২০১১
 
31. বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না--
ক. বাক্যের অর্থ সহজভাবে বোঝাতে
খ. শ্বাস বিরতির জায়গা দেখাতে
গ. বাক্যকে অলংকৃত করতে
ঘ. বক্তার মেজাজকে স্পষ্ট করতে
উত্তরঃ
 
32. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
ক. বাড়তি বোঝা
খ. রুপের মোহ
গ. ভূমিকা
ঘ. ফিটফাট
উত্তরঃ
 
33. 'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. বারীদ
খ. পাথার
গ. অটবি
ঘ. সলিল
উত্তরঃ
 
34. 'সোম' শব্দের অর্থ কী?
ক. কান্তি
খ. বিধু
গ. শৈল
ঘ. মিত্র
উত্তরঃ
 
35. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সমুদয় পক্ষীই নীড় বাঁধে
খ. চোরটি সব মালসুদ্ধ ধরা পড়েছে
গ. তার বৈমাত্রের সহোদর অসুস্থ
ঘ. দশচক্রে ঈশ্বর ভুত
উত্তরঃ
 

36. প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে বস্তুটিকে বলা হয়--
ক. রুপক
খ. উপমান
গ. উপমিত
ঘ. উপমেয়
উত্তরঃ
 
37. 'কাঁচামিঠা' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কাঁচা ও মিঠা
খ. যা কাঁচা তাই মিঠা
গ. কাঁচা হয়ে ও মিঠা
ঘ. কাঁচা যে মিঠা
উত্তরঃ
 
38. সমাস নিষ্পন্ন পদকে কি বলে?
ক. সমস্যমান পদ
খ. সমস্ত পদ
গ. ব্যাসবাক্য
ঘ. উত্তর পদ
উত্তরঃ
 
39. একটি পত্রের প্রধান অংশ কয়টি?
ক. দুইটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ
 
40. বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
ক. দ্রাবিড়
খ. ইন্দো-ইউরোপীয়
গ. দক্ষিণ-পূর্ব এশিয়
ঘ. ইউরালীয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question