Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৮ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- ০১.০৯.২০১২
 
61. দুইটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং তাদের ল. সা. গু ১৮০ হলে, বড় সংখ্যাটি কত?
ক. ৪০
খ. ৫০
গ. ৬০
ঘ. ৭০
উত্তরঃ
 
62. log216=কত?
ক. 8
খ. 6
গ. 9
ঘ. 4
উত্তরঃ
 
63. x3-x-6 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
ক. x+2x2+2x+3
খ. x-2x2+2x+3
গ. x-2x2-2x+3
ঘ. x+2x2-2x+3
উত্তরঃ
 
64. x=3+2 হলে, x2+1x2 এর মান কত?
ক. 9
খ. 10
গ. 12
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
65. যদি 3x+2=81 হয় তবে 3x-2 =কত?
ক. 1
খ.
গ. 4
ঘ. 3
উত্তরঃ
 

66. একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি পরিসীমা ৫৬ মিটার হলে ক্ষেত্রফল কত?
ক. ১৮২ বর্গমিটার
খ. ১৮৬ বর্গমিটার
গ. ১৯২ বর্গমিটার
ঘ. ১৯৬ বর্গমিটার
উত্তরঃ
 
67. সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
ক. ০.০০৯৯
খ. ০.১০০
গ. ৯/১০০
ঘ. ৯/১০০০
উত্তরঃ
 
68. ১ হতে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি হবে?
ক. ৯টি
খ. ৭টি
গ. ৮টি
ঘ. ১০টি
উত্তরঃ
 
69. 3x-4y =10 এবং 6x-8y=18 এর সমাধান সেট কত?
ক. (০,- ৫/২)
খ. (৩,০)
গ. (২, ১)
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
70. y=4ax সমীকরণ দ্বারা কি বুঝায়?
ক. পরাবৃত্ত
খ. অধিবৃত্ত
গ. মূল বিন্দুগামী সরলরেখা
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question