Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৮ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- ০১.০৯.২০১২
 
11. 'লঙ্কা বাটা' এর সঠিক ব্যাস বাক্য কোনটি?
ক. লঙ্কা ও বাটা
খ. যা লঙ্কা তাই বাটা
গ. লঙ্কার বাটা
ঘ. বাটা যে লঙ্কা
উত্তরঃ
 
12. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে?
ক. মাগধী প্রাকৃত
খ. গৌড়ীয় প্রাকৃত
গ. মহারাষ্ট্রী প্রাকৃত
ঘ. অর্ধ মাগধী প্রাকৃত
উত্তরঃ
 
13. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস?
ক. গুরুদেব
খ. মৌমাছি
গ. মহাজন
ঘ. কাঁচামিঠে
উত্তরঃ
 
14. সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমষ্টি বা সমাহার বা মিলন বোঝালে কোন সমাস হয়?
ক. অব্যয়ীভাব
খ. দ্বিগু
গ. বহুব্রীহি
ঘ. কর্মধারয়
উত্তরঃ
 
15. 'উদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ কী?
ক. সরল
খ. মহানুভব
গ. বিনয়
ঘ. জ্ঞানী
উত্তরঃ
 

16. সাধুরীতিতে কোন পদটির দীর্ঘরুপ হয় না?
ক. বিশেষ্য
খ. সর্বনাম
গ. অব্যয়
ঘ. ক্রিয়া
উত্তরঃ
 
17. যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?
ক. সমস্ত পদ
খ. সমস্যমান পদ
গ. পূর্বপদ
ঘ. উভয়পদ
উত্তরঃ
 
18. 'যতই পরিশ্রম করবে ততই ফল পাবে'---
ক. নির্দেশক বাক্য
খ. সরল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. জটিল বাক্য
উত্তরঃ
 
19. 'হরতাল' কী ধরনের শব্দ?
ক. তুর্কি
খ. চীনা
গ. পাঞ্জাবি
ঘ. গুজরাটি
উত্তরঃ
 
20. সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে বলা হয়--
ক. উপমান কর্মধারয়
খ. উপমিত কর্মধারয়
গ. রুপক কর্মধারয়
ঘ. মধ্যপদলোপী কর্মধারয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question