Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৮ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- ০১.০৯.২০১২
 
1. 'অংশু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. কুটুম
খ. দীপ্তি
গ. দৃষ্টি
ঘ. উজ্জ্বল
উত্তরঃ
 
2. সমার্থক শব্দ ব্যবহার করলে বাক্যের ---
ক. অর্থ পরিবর্তিত হয়
খ. অর্থের অবনতি ঘটে
গ. সৌন্দর্য বৃদ্ধি পায়
ঘ. সৌন্দর্য হ্রাস পায়
উত্তরঃ
 
3. 'পৃথিবী' শব্দের সমার্থক নয়--
ক. পৃথ্বী
খ. মেদিনী
গ. প্রাণদ
ঘ. ধরিত্রী
উত্তরঃ
 
4. বাগধারা বা বাগ্বিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের --
ক. আভিধানিক অর্থ প্রকাশ করে
খ. বিশেষ অর্থ প্রকাশ করে
গ. আক্ষরিক অর্থ প্রকাশ করে
ঘ. অতিরিক্ত অর্থ প্রকাশ করে
উত্তরঃ
 
5. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
ক. পরপদ
খ. পূর্বপদ
গ. উভয়পদ
ঘ. অন্যপদ
উত্তরঃ
 

6. প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি?
ক. কমা
খ. ড্যাশ
গ. সেমিকোলন
ঘ. প্রশ্নচিহ্ন
উত্তরঃ
 
7. 'সাধুভাষা' পরিভাষাটি প্রথম ব্যবহার করেন--
ক. রাজা মনি মোহন রায়
খ. রাজা রামমোহন রায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. অক্ষয় কুমার দত্ত
উত্তরঃ
 
8. 'ভাবনা চিন্তাহীন' কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে?
ক. সুখের পায়রা
খ. খোদার খাসি
গ. যক্ষের ধন
ঘ. বসন্তের কোকিল
উত্তরঃ
 
9. ভাবের সার্থক ও সুসঙ্গত প্রসারণই--
ক. গবেষণাপত্র
খ. প্রতিবেদন
গ. সার সংক্ষেপ
ঘ. ভাবসম্প্রসারণ
উত্তরঃ
 
10. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. সূর্য উদয় হয়েছে?
খ. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি
গ. যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
ঘ. বিধি লঙ্গন হয়েছে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question