Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


৯ম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- ২৪.০৮.২০১৩
 
61. সুনামির কারণ হলো -----
ক. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
খ. আগ্নেয়গিরির অগ্ন্যৎপাত
গ. সমুদ্র তলদেশের ভূমিকম্প
ঘ. ঘূর্ণিঝড়
উত্তরঃ
 
62. নারিকা-১ কি?
ক. খরা সহিষ্ণু গম
খ. খরা সহিষ্ণু ধান
গ. উন্নত জাতের কলা
ঘ. উন্নত জাতের পেয়ারা
উত্তরঃ
 
63. UNIX কি?
ক. এক ধরনের সফ্টওয়্যার
খ. একটি অপারেটিং সিস্টেম
গ. একটি গ্রাফিক্স প্রোগ্রাম
ঘ. এক ধরনের প্যাকেজ প্রোগ্রাম
উত্তরঃ
 
64. 'ডটা অব পাকিস্তান ' বলা হয় কাকে ?
ক. বেনজীর ভূট্টো
খ. শিরিন এবাদি
গ. মালালা ইউসুফজাঈ
ঘ. নূরজাহান
উত্তরঃ
 
65. ইনসোমনিয়া একটি --
ক. নিদ্রাহীনতাজনিত রোগ
খ. স্নায়ুরোগ
গ. চোখের রোগ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

66. বাংলাদেশে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দরটি কোথায় গড়ে তোলা হবে?
ক. কুতুবদিয়া
খ. হাতিরদিয়া
গ. মংলা
ঘ. সোনাদিয়া
উত্তরঃ
 
67. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ক. ব্রাজিল
খ. আর্জেন্টিনা
গ. পেরু
ঘ. পানামা
উত্তরঃ
 
68. রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এডভোকেট বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?
ক. ১৮ তম
খ. ১৯ তম
গ. ২০ তম
ঘ. ২১ তম
উত্তরঃ
 
69. কোন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছোট হয়?
ক. ২১ মার্চ
খ. ২১ জুন
গ. ২৩ জুলাই
ঘ. ২১ সেপ্টেম্বর
উত্তরঃ
 
70. কোনটির সংক্রমণে যক্ষ্মা রোগ হয়?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. ছত্রাক
ঘ. প্রোটোজোয়া
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question