Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৮) :: পরীক্ষার তারিখঃ- ২৪.০৫.২০১৯
 
71. একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার। এর চারিদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
ক. 210
খ. 200
গ. 180
ঘ. 220
উত্তরঃ
 
72. ধ্বনির পরিবর্তন কত প্রকার?
ক. পাঁচ প্রকার
খ. দুই প্রকার
গ. তিন প্রকার
ঘ. চার প্রকার
উত্তরঃ
 
73. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
ক. গৃহস্থ
খ. ছা-পোষা
গ. উপকূল
ঘ. প্রগতি
উত্তরঃ
 
74. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
ক. বিষুব অঞ্চলে
খ. মেরু অঞ্চলে
গ. পৃথিবীর কেন্দ্রে
ঘ. পাহাড়ের উপর
উত্তরঃ
 
75. ২১শে ফেব্রুয়ারী কে কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে
ক. UNDP
খ. UNESCO
গ. UNEP
ঘ. UNICEF
উত্তরঃ
 

76. `পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক. তারেক মাসুদ
খ. আব্দুল গাফফার চৌধুরী
গ. নাসির উদ্দিন ইউসুফ
ঘ. মোস্তফা সরোয়ার ফারুকী
উত্তরঃ
 
77. এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে, তার জুলাই মাসের আয় বছরের আয়ের কত অংশ?
ক. ১/৪
খ. ১/২
গ. ২/৩
ঘ. ১/৩
উত্তরঃ
 
78. দুই অংক বিশিষ্ট কোন সংখ্যার অংক দুটির অন্তর 2, অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা 6 কম। সংখ্যাটি কত?
ক. 46
খ. 35
গ. 24
ঘ. 57
উত্তরঃ
 
79. টেকসই উন্নয়ন অভীষ্ট মোট কতটি অভীষ্ঠ নিয়ে প্রণীত হয়েছে?
ক. ৮ টি
খ. ১০ টি
গ. ১৭ টি
ঘ. ২১ টি
উত্তরঃ
 
80. ‘পথ’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে
ক. স্বরনী
খ. সমরাশি
গ. সরণি
ঘ. সরনী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question