Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- তিতাস- ০৮.০১.২০১০
 
61. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. হামিদুজ্জামান খান
ঘ. হাসেম খান
উত্তরঃ
 
62. সোনারগাঁও-এর পূর্ব নাম কি ছিল?
ক. গৌড়
খ. চন্দ্রদ্বীপ
গ. সুধারাম
ঘ. সুবর্ণগ্রাম
উত্তরঃ
 
63. 'ধার' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
ক. ধি + অর
খ. ধী + অর
গ. ধারি + অ
ঘ. ধা +র
উত্তরঃ
 
64. 'বৈঠক' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
ক. বৈঠ + অক
খ. বৈ + ঠক
গ. বৈঠ + ক
ঘ. বি + ঠক
উত্তরঃ
 
65. প্রতিবছর কোন শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে ঐ শহরে ৪০০ লোক বাড়লে ঐ শহরে মোট লোকসংখ্যা কত?
ক. ১০,০০০
খ. ১০,৫০০
গ. ১১,০০০
ঘ. ১১,৫০০
উত্তরঃ
 

66. 'Precise'--এর সমার্থক শব্দ কোনটি?
ক. Vague
খ. Definite
গ. Abate
ঘ. Constructive
উত্তরঃ
 
67. 'Immense'--এর সমার্থক শব্দ কোনটি?
ক. Small
খ. Proud
গ. Enormous
ঘ. Boastful
উত্তরঃ
 
68. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?
ক. মেজর
খ. সিপাহী
গ. ল্যান্স নায়েক
ঘ. ক্যাপ্টেন
উত্তরঃ
 
69. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয় ?
ক. দ্বাদশ
খ. সপ্তম
গ. নবম
ঘ. একাদশ
উত্তরঃ
 
70. কোন বানানটি শুদ্ধ?
ক. সুমিম্মিতা
খ. সুচিস্মিতা
গ. সূচীস্মিতা
ঘ. সুচস্মিতা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question