Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- তিতাস- ০৮.০১.২০১০
 
31. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
ক. অনুতাপ
খ. আপাদমস্তক
গ. আটচালা
ঘ. আমরা
উত্তরঃ
 
32. কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ক. কাটাচোখা
খ. কানাকানি
গ. ঔষধি
ঘ. ঋষিকবি
উত্তরঃ
 
33. মন্দার কারণে শ্রমিকদের দৈনিক বেতন ৫০% হ্রাস করা হয়। ১ বছর পর দৈনিক বেতন ৮০% বৃদ্ধি করা হয়। মন্দার পূর্বে দৈনিক বেতন ১০০ টাকা হলে বর্তমান শ্রমিকের দৈনিক বেতন কত?
ক. ৮০ টাকা
খ. ৮৫ টাকা
গ. ৯০ টাকা
ঘ. ৯৫ টাকা
উত্তরঃ
 
34. একজন ব্যবসায়ী একটি জিনিস বিক্রির জন্য এমনভাবে মূল্য নির্ধারণ করেন যেন ১০% ডিসকাউন্ট দিলেও তাঁর ক্রয়মূল্যের উপর ২০% লাভ থাকে। জিনিসটির ক্রয়মূল্য ৩০ টাকা হলে, নির্ধারিত মূল্য কত?
ক. ৩৬ টাকা
খ. ৪০ টাকা
গ. ৪২ টাকা
ঘ. ৪৫ টাকা
উত্তরঃ
 
35. 'We shall be taking tea'--- বাক্যেটির সঠিক পরিবর্তিত voice হবে----
ক. Tea will be being taken by us.
খ. Tea shall have been taken by us.
গ. Tea should be being taken by us.
ঘ. Tea should be taken by us.
উত্তরঃ
 

36. অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি?
ক. ফোলিক এসিড
খ. এমিনো এসিড
গ. পেনিসিলিন
ঘ. ইনসুলিন
উত্তরঃ
 
37. কার্বন সবচেয়ে বেশি আছে কোন কয়লায়?
ক. লিগনাইট
খ. বিটুমিনাস
গ. অ্যানথ্রাসাইট
ঘ. পিট
উত্তরঃ
 
38. 'উচ্ছ্বাস' শব্দটির প্রতিশব্দ নয় কোনটি?
ক. স্ফুরণ
খ. উদ্ভাসিত
গ. স্ফীতি
ঘ. বিকাশ
উত্তরঃ
 
39. 'কুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. গোত্র
খ. কিনারা
গ. তীর
ঘ. তট
উত্তরঃ
 
40. ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬ -------ধারাটির দশম পদ হবে ---
ক. ১৪
খ. ১৫
গ. ১৬
ঘ. ১৭
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question