Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- তিতাস- ০৮.০১.২০১০
 
1. "গগনে গরজে মেঘ, ঘন বরষা। কূলে একা বসে আছি, নাহি ভরসা।"--এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. নবীনচন্দ্র সেন
গ. গোলাম মোস্তফা
ঘ. সুফী মোতাহার হোসেন
উত্তরঃ
 
2. "হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?" --এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. বেগম সুফিয়া কামাল
গ. গোলাম মোস্তফা
ঘ. শামসুর রাহমান
উত্তরঃ
 
3. 12x2+7x-10 এর উৎপাদক -
ক. (3x+5)(4x2)
খ. (3x-5)(4x+2)
গ. (4x+5)(3x-2)
ঘ. (4x-5)(3x+2)
উত্তরঃ
 
4. x+1x=5 হলে x3+1x3= কত ?
ক. 25
খ. 52
গ. 5
ঘ. 8
উত্তরঃ
 
5. The jury found the prisoner guilty.--এখানে ' jury' শব্দটি কোন প্রকারের Noun?
ক. Proper
খ. Common
গ. Collective
ঘ. Abstract
উত্তরঃ
 

6. 'Broad' শব্দটির Abstract form হবে--
ক. Breadth
খ. Broadness
গ. Broadship
ঘ. Broader
উত্তরঃ
 
7. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ----
ক. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
খ. টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
গ. টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ঘ. ক ও গ দুটোই
উত্তরঃ
 
8. টেলিপ্রিন্টার একটি ----
ক. গ্রহণমুখ যন্ত্র
খ. নির্গমনমুখ যন্ত্র
গ. টাইপরাইটার
ঘ. টারমিনাল
উত্তরঃ
 
9. 'লাল সালু' উপন্যাসটি কে রচনা করেছেন?
ক. আবুল মনসুর আহমদ
খ. আবুল ফজল
গ. শহীদুল্লা কায়সার
ঘ. সৈয়দ ওয়ালিউল্লাহ
উত্তরঃ
 
10. 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question