Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- সুরমা- ০৮.০১.২০১০
 
71. কোন বানানটি শুদ্ধ?
ক. সুদণ
খ. সূদন
গ. শুদন
ঘ. শূদণ
উত্তরঃ
 
72. একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১০০ ডিগ্রী হলে, পরিধিস্থ কোণের পরিমাণ হবে ---
ক. ১০০ ডিগ্রী
খ. ৮০ ডিগ্রী
গ. ৫০ ডিগ্রী
ঘ. এর কোনটিই নয়
উত্তরঃ
 
73. "To break the ice"--- phrase --টির অর্থ কি?
ক. To start a conversation
খ. To end the hostility
গ. To end up partnership
ঘ. to start quarreling
উত্তরঃ
 
74. "The pros and cons"--- phrase --টির অর্থ কি?
ক. Good and evil
খ. For and against a thing
গ. Foul and fair
ঘ. Former and latter
উত্তরঃ
 
75. প্রতিফলিত শব্দকে বলা হয় ---
ক. কোলাহল
খ. তীক্ষ্ণতা
গ. প্রতিধ্বনি
ঘ. বিস্তার
উত্তরঃ
 

76. সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে---
ক. বিকিরণ পদ্ধতিতে
খ. পরিবহন পদ্ধতিতে
গ. পরিচলন পদ্ধতিতে
ঘ. সব উপায়েই
উত্তরঃ
 
77. কোন বানানটি শুদ্ধ?
ক. শশীভূষণ
খ. শশিভূষণ
গ. শশীভূষন
ঘ. শশিভূসন
উত্তরঃ
 
78. মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
ক. ক্ষনস্থায়ী
খ. ঘরছাড়া
গ. হাসিমুখ
ঘ. ক্ষণস্থায়ী
উত্তরঃ
 
79. 'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
ক. ফুটবল
খ. হকি
গ. টেনিস
ঘ. ক্রিকেট
উত্তরঃ
 
80. সর্বাধিক স্নেহজাতীয় পদার্থ কোন খাদ্যে বিদ্যমান?
ক. দুধ
খ. চিনি
গ. আলু
ঘ. সীম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question