Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- সুরমা- ০৮.০১.২০১০
 
61. বধ্যভূমি স্মৃতিসৌধ, রায়েরবাজার-এর নকশাবিদ কে ছিলেন?
ক. হামিদুর রহমান
খ. ফরিদউদ্দিন আহমেদ ও জামি আল সাফি
গ. নিতুন কুণ্ডু
ঘ. মৃণাল হক
উত্তরঃ
 
62. ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল?
ক. সপ্তদশ শতাব্দী
খ. ষোড়শ শতাব্দী
গ. ঊনবিংশ শতাব্দী
ঘ. পঞ্চদশ শতাব্দী
উত্তরঃ
 
63. 'চিরুনি' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
ক. চিরু + নি
খ. চির + উনি
গ. চিরুন + ই
ঘ. চির + ঊন্নি
উত্তরঃ
 
64. 'জমানো' শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে ---
ক. জমান + ও
খ. জমা + ন
গ. জমা + নো
ঘ. জমা + আনো
উত্তরঃ
 
65. কোন স্কুলে ৭০% শিক্ষার্থী বাংলায় এবং ৮০% গণিতে পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৪০ জন পরীক্ষার্থী পাস করে থাকে তবে ঐ স্কুলে কত জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে।
ক. ৪০০ জন
খ. ৪৫০ জন
গ. ৫০০ জন
ঘ. ৫৬০ জন
উত্তরঃ
 

66. 'Coalesce' --এর সমার্থক শব্দ কোনটি?
ক. Separate
খ. Unify
গ. Order
ঘ. Counterfeit
উত্তরঃ
 
67. 'Candor' --এর সমার্থক শব্দ কোনটি?
ক. Diplomacy
খ. Admire
গ. Frankness
ঘ. Selfish
উত্তরঃ
 
68. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর পদবি কি ছিল?
ক. সিপাহী
খ. ল্যান্স নায়েক
গ. ক্যাপ্টেন
ঘ. মেজর
উত্তরঃ
 
69. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত?
ক. নাটোর
খ. নওগাঁ
গ. জয়পুরহাট
ঘ. চাঁপাইনবাবগঞ্জ
উত্তরঃ
 
70. কোনটি শুদ্ধ বানান?
ক. দূষণ
খ. দুষণ
গ. দূশন
ঘ. দুশন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question