Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- সুরমা- ০৮.০১.২০১০
 
11. 3(4x-6)= (3x-9) কে সমাধান করলে x-এর মান হবে ---
ক. 2
খ. -2
গ. 3
ঘ. -3
উত্তরঃ
 
12. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে ---
ক. ১২
খ. ১৫
গ. ১৬
ঘ. ২০
উত্তরঃ
 
13. He was only a yard off me এখানে ' off ' শব্দটি--
ক. Adverb
খ. Preposition
গ. Conjunction
ঘ. Adjective
উত্তরঃ
 
14. I will watch while you sleep.--- এখানে ' while' শব্দটি--
ক. Noun
খ. Adverb
গ. Preposition
ঘ. Conjunction
উত্তরঃ
 
15. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কবে হবে?
ক. ১১ জুলাই
খ. ১২ জুলাই
গ. ১৪ জুলাই
ঘ. ১৫ জুলাই
উত্তরঃ
 

16. ভাইরাস একটি -----
ক. কোষহীন জীব
খ. এককোষী জীব
গ. দ্বিকোষী জীব
ঘ. বহুকোষী জীব
উত্তরঃ
 
17. 'নুরুলদীনের সারা জীবন' নাটকটির রচয়িতা কে?
ক. জিয়া হায়দার
খ. আলাউদ্দিন আল আজাদ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আবদুল্লাহ আল মামুন
উত্তরঃ
 
18. 'ঝিলিমিলি' নাটকটি কে লিখেছেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. ইব্রাহিম খাঁ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. আকবর উদ্দিন
উত্তরঃ
 
19. ভ্রমণের প্রথম ৬ ঘণ্টায় একটি গাড়ির গড় বেগ ছিল ৪০ কিমি/ঘণ্টা এবং বাকি অংশের গড় বেগ ছিল ৬০ কিমি/ঘণ্টা। যদি সম্পূর্ণ ভ্রমণে গড় বেগ ৫৫ কিমি/ঘণ্টা হয় তবে ভ্রমণের মোট সময়কাল কত?
ক. ১৮ ঘণ্টা
খ. ২০ ঘণ্টা
গ. ২২ ঘণ্টা
ঘ. ২৪ ঘণ্টা
উত্তরঃ
 
20. ৫টি গরুর মূল্য ২০টি ভেড়ার মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ৩টি ভেড়ার মূল্য কত?
ক. ৮,০০০ টাকা
খ. ৯,০০০ টাকা
গ. ৯,৫০০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question