Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- সুরমা- ০৮.০১.২০১০
 
1. 'নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে ধরণীর পাপী যত নিঃস্বে।' কবিতাংশটি কোন কবির লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ফররুখ আহমদ
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. আল মাহমুদ
উত্তরঃ
 
2. 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' কবিতাংশটুকু কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. শেখ ফজলুল করিম
উত্তরঃ
 
3. x2-10xy-11y2 এর উৎপাদক--
ক. (x-y)(x+11y)
খ. (x-11y)(x+y)
গ. (x+4y)(x-5y)
ঘ. (x+4y)(x-4y)
উত্তরঃ
 
4. x - 1x = 5 হলে x3 - 1x3 = কত ?
ক. 85
খ. 102
গ. 5
ঘ. 8
উত্তরঃ
 
5. Without health there is no happiness--এখানে ' happiness' শব্দটি কোন প্রকারের Noun?
ক. Proper
খ. Common
গ. Collective
ঘ. Adstract
উত্তরঃ
 

6. 'Beggar' শব্দটির Abstract form হবে--
ক. Beggarhood
খ. Beggary
গ. Beggarship
ঘ. Beggarness
উত্তরঃ
 
7. 'www' -এর পুরো রূপ হচ্ছে---
ক. World widow work
খ. World wide web
গ. World weak web
ঘ. Weak wrong work
উত্তরঃ
 
8. মেমোরি ভাগ করা হয়েছে ----
ক. দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ
 
9. 'শেষের কবিতা' উপন্যাসটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. জহির রায়হান
উত্তরঃ
 
10. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. সোজন বাদিয়ার ঘাট
খ. বালুচর
গ. রাখালী
ঘ. নক্সীকাঁথার মাঠ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question