Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- তিস্তা- ০৮.০১.২০১০
 
71. কোন বানানটি শুদ্ধ?
ক. বিভিষীকা
খ. বীভিষিকা
গ. বিভীষিকা
ঘ. বীভিষীকা
উত্তরঃ
 
72. একই চাপের ওপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬০ ডিগ্রী হলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ---
ক. ১২০ ডিগ্রী
খ. ৩০ ডিগ্রী
গ. ৬০ ডিগ্রী
ঘ. ১৮০ ডিগ্রী
উত্তরঃ
 
73. To meet trouble half-way phrase --টির অর্থ কি?
ক. To get nervous
খ. To be puzzled
গ. To gearup
ঘ. To be disappointed
উত্তরঃ
 
74. To see red ----phrase -টির অর্থ
ক. To be very angry
খ. To criticise others
গ. To find fault with
ঘ. To see the colour red
উত্তরঃ
 
75. মেঘলা রাতে---
ক. শিশির উৎপন্ন হয় না
খ. শিশির উৎপন্ন হয়
গ. উভয়টিই ঠিক
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

76. সবচেয়ে ভালো তাপ পরিবাহক হচ্ছে ---
ক. লোহা
খ. তামা
গ. সীসা
ঘ. ব্রোঞ্জ
উত্তরঃ
 
77. কোনটি শুদ্ধ বানান?
ক. প্রতিদ্বন্দী
খ. প্রতিদ্ন্দ্বী
গ. প্রতিদ্বন্দ্বী
ঘ. প্রতিদন্দি
উত্তরঃ
 
78. কোনটি তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ ---
ক. অসীম
খ. তেলেভাজা
গ. মুখচন্দ্র
ঘ. ঘর-বাড়ি
উত্তরঃ
 
79. জাতিসংঘ কোন সালে জন্ম লাভ করে?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৩ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৪ সালে
উত্তরঃ
 
80. ভূমিকম্প নির্দেশক যন্ত্রের নাম কি?
ক. ব্যারোমিটার
খ. সিসমোমিটার
গ. ল্যাকটোমিটার
ঘ. থার্মোমিটার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question