Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- তিস্তা- ০৮.০১.২০১০
 
61. ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা --
ক. ৩টি
খ. ৪টি
গ. ৬টি
ঘ. ৭টি
উত্তরঃ
 
62. মহামুনি বিহার কোথায় অবস্থিত?
ক. দিনাজপুরের ফুলবাড়িতে
খ. চট্ট্রগ্রামের রাউজানে
গ. জামালপুরের দেওয়ানগঞ্জে
ঘ. সিলেটের হবিগঞ্জে
উত্তরঃ
 
63. 'মোড়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ---
ক. মোড় + অক
খ. মুড়ি + অক
গ. মুড় + অক
ঘ. মোড় + ক
উত্তরঃ
 
64. 'কাঁদুনি'শব্দের সন্ধি বিচ্ছেদ হবে ---
ক. কাঁদ + নি
খ. কঁদো + উনি
গ. কাঁদ + ঊনি
ঘ. কাঁদ + উনি
উত্তরঃ
 
65. এক ব্যক্তি ক্রয় মূল্যের ওপর ৫০% হিসাব করে বিক্রয় মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয় মূল্যের ওপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের ওপর শতকরা কত লাভ হবে?
ক. ৩০ টাকা
খ. ৩৫ টাকা
গ. ৪০ টাকা
ঘ. ৫৫ টাকা
উত্তরঃ
 

66. 'Benevolent'--এর সমার্থক শব্দ কোনটি?
ক. Kind
খ. Donor
গ. Patron
ঘ. Generous
উত্তরঃ
 
67. 'Illicit' --এর সমার্থক শব্দ কোনটি?
ক. Fake
খ. Unlawful
গ. Legal
ঘ. Compatible
উত্তরঃ
 
68. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র করে জারি করা হয়?
ক. ১৭ এপ্রিল ১৯৭১
খ. ২৫ মার্চ ১৯৭১
গ. ৭ মার্চ ১৯৭১
ঘ. ১০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ
 
69. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন?
ক.
খ. ৭(১)
গ. ৬(১)
ঘ. ৬(২)
উত্তরঃ
 
70. কোনটি শুদ্ধ বানান?
ক. শুশ্রূষা
খ. সুশ্রুষা
গ. শূশ্রুষা
ঘ. শুশ্রুসা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question