Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- তিস্তা- ০৮.০১.২০১০
 
51. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. Credit this amount against his name
খ. Every girls is at her desk
গ. We made a fun of it
ঘ. A little number of boys were present
উত্তরঃ
 
52. নিচের কোন বাক্যটি শুদ্ধ?
ক. I found his pulse
খ. I felt his pulse
গ. I examined his pulse
ঘ. I saw his pulse
উত্তরঃ
 
53. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
ক. ছেড়া দ্বীপ
খ. নিঝুম দ্বীপ
গ. মহেশখালী
ঘ. সেন্টমার্টিনস
উত্তরঃ
 
54. বাংলাদেশের বৃহত্তম হাওড় কোনটি?
ক. হাইল
খ. পাথরচাওলি
গ. চলনবিল
ঘ. হাকালুকি
উত্তরঃ
 
55. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
ক. ১৬ ডিসেম্বর, ১৯৭২
খ. ১২ অক্টোবর, ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩
ঘ. ১২ অক্টোবর, ১৯৭৩
উত্তরঃ
 

56. কিছু টাকা ক, খ ও গ এর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো যাতে ক-এর অংশ খ এর দ্বিগুণের সমান ও খ-এর অংশ গ এর ৪ গুণের সমান। তাহলে তাদের অংশের অনুপাত কত?
ক. ৮ : ৪ : ১
খ. ১ : ২ : ৪
গ. ৮ : ২ : ৪
ঘ. ২ : ৪ : ২
উত্তরঃ
 
57. এক দোকানদার প্রতি ১০০ গ্রাম ১৫ টাকা ও ২০ টাকা দরের দুই ধরনের চা কি অনুপাতে মেশালে মিশ্রত প্রতি ১০০ গ্রাম চায়ের দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
ক. ৩ : ৫
খ. ৫ : ৭
গ. ৭ : ৩
ঘ. ৮ : ৫
উত্তরঃ
 
58. Man aspires-----riches. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
ক. on
খ. in
গ. at
ঘ. after
উত্তরঃ
 
59. The lady is not amenable---reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
ক. on
খ. to
গ. for
ঘ. of
উত্তরঃ
 
60. Reza died ----over eating. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে ---
ক. by
খ. of
গ. from
ঘ. for
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question