Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- তিস্তা- ০৮.০১.২০১০
 
11. 3(3x-4)=2(4x-3) কে সমাধান করলে x-এর মান হবে ---
ক. 6
খ. -4
গ. -6
ঘ. 3
উত্তরঃ
 
12. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যা তিনটির যোগফল হবে ---
ক. ১২
খ. ১৪
গ. ১৬
ঘ. ১৮
উত্তরঃ
 
13. After the storm comes the calm এখানে ' after' শব্দটি---
ক. Pronoun
খ. Adverb
গ. Preposition
ঘ. Conjunction
উত্তরঃ
 
14. Suddenly one of the wheels came off, এখানে 'off' শব্দটি---
ক. Adjective
খ. Adverb
গ. Preposition
ঘ. Pronoun
উত্তরঃ
 
15. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে মোট কয়টি দেশ অংশগ্রহণ করেছে?
ক. ২০৪
খ. ৯৪
গ. ৯৬
ঘ. ৯৮
উত্তরঃ
 

16. যে সকল উদ্ভিদে কখনও ফুল হয় না, তাদের বলা হয় --
ক. অপুষ্পক উদ্ভিদ
খ. সসুষ্পক উদ্ভিদ
গ. মিথোজীবী উদ্ভিদ
ঘ. স্বভোজী উদ্ভিদ
উত্তরঃ
 
17. 'ডাকঘর' নাটকটির রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মমতাজ উদ্দিন আহমদ
গ. ওবায়েদ উল হক
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ
 
18. 'কিত্তনখোলা' নাটকটির রচয়িতা কে?
ক. জিয়া হায়দার
খ. সেলিম আল দীন
গ. দীনবন্ধু মিত্র
ঘ. ইব্রাহিম খলিল
উত্তরঃ
 
19. একজন বাঁধাইকারক একদিনে ১২০টি বই এবং তার সহকর্মী একদিনে ১/৪ অংশ বই বাঁধাই করতে পারে। যদি তারা পালাক্রমে একজন দিনে একা কাজ করে তবে ৭৫০টি বই বাঁধাই করতে তাদের কতদিন লাগবে?
ক. ৬ দিন
খ. ৮দিন
গ. ১০দিন
ঘ. ১২দিন
উত্তরঃ
 
20. ৩টি গরুর মূল্য ৯টি খাসির মূল্যের সমান। ২টি গরুর মূল্য ২৪,০০০ টাকা হলে, ২টি খাসির মূল্য কত?
ক. ৮,০০০ টাকা
খ. ৯,০০০ টাকা
গ. ৯,৫০০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question