Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- তিস্তা- ০৮.০১.২০১০
 
1. এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক। --পংক্তিটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কবি জসীমউদ্দীন
গ. আবদুল কাদির
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ
 
2. গাহি তাহাদের গান --- ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। --পংক্তিটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. কায়কোবাদ
গ. গোলাম মোস্তফা
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তরঃ
 
3. 2x2-xy-6y2এর উৎপাদক -
ক. (2x+3y)(2x-3y)
খ. 2x-3yx+2y
গ. x+3y2x-2y
ঘ. 2x-3y2x+2y
উত্তরঃ
 
4. a+1a=3 হলে, a3+1a3= কত ?
ক.
খ. 33
গ. 23
ঘ. 9
উত্তরঃ
 
5. Dhaka is a big City, এখানে 'City' শব্দটি কোন প্রকারের Noun?
ক. Proper
খ. Common
গ. Collective
ঘ. Material
উত্তরঃ
 

6. 'King' শব্দটির Abstract form হবে--
ক. Kingship
খ. King
গ. Kinghood
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ
 
7. কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে ---
ক. হার্ডওয়্যার ও সফটওয়্যার
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
গ. হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
ঘ. সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তরঃ
 
8. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, তাকে বলে ---
ক. অককুটসল
খ. দশমিক
গ. হেকসা ডেসিমেল
ঘ. বাইনারি
উত্তরঃ
 
9. 'বরফগলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?
ক. আবু ইসহাক
খ. শওকত ওসমান
গ. জহির রায়হান
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ
 
10. 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. এয়াকুব আলী
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question