Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- করতোয়া- ০৮.০১.২০১০
 
71. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানা হয় ---
ক. স্মৃতি অংশ
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ. শক্ত ধাতব অংশ
উত্তরঃ
 
72. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে ---
ক. টেকের হাটে
খ. রাণীগঞ্জে
গ. বিয়ানীবাজারে
ঘ. বিজয়পুরে
উত্তরঃ
 
73. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
ক.
খ.
গ. ১০
ঘ. ১২
উত্তরঃ
 
74. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
ক. দিল্লি
খ. কাঠমান্ডু
গ. ঢাকা
ঘ. কলম্বো
উত্তরঃ
 
75. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
ক. ২৬ মার্চ
খ. ১৬ ডিসেম্বর
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ২৪ এপ্রিল
উত্তরঃ
 

76. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
ক. ৯টি
খ. ১৪ টি
গ. ১২টি
ঘ. ১১টি
উত্তরঃ
 
77. যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং --
ক. কালো
খ. সাদা
গ. লাল
ঘ. বেগুনি
উত্তরঃ
 
78. তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় --
ক. কঠিন পদার্থ
খ. তরল পদার্থ
গ. বায়বীয় পদার্থ
ঘ. মিশ্র পদার্থ
উত্তরঃ
 
79. মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস ---
ক. কমবে
খ. বাড়বে
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. প্রথমে বাড়বে, পরে কমবে
উত্তরঃ
 
80. বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
ক. বেগুনি ও হলুদ
খ. লাল ও নীল
গ. নীল ও সবুজ
ঘ. বেগুনি ও লাল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question