Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- করতোয়া- ০৮.০১.২০১০
 
61. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. করতোয়া
খ. গড়াই
গ. আত্রাই
ঘ. মহানন্দা
উত্তরঃ
 
62. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. দিনাজপুর
খ. লালমনিরহাট
গ. রংপুর
ঘ. কুড়িগ্রাম
উত্তরঃ
 
63. ঢাকা বিভাগে কয়টি জেলা?
ক. ১৪টি
খ. ১৫টি
গ. ১৩টি
ঘ. ১২টি
উত্তরঃ
 
64. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক. লন্ডন
খ. মিউনিখ
গ. মস্কো
ঘ. প্যারিস
উত্তরঃ
 
65. উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
ক. ১৮৫৭ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৮৪৭ সালে
উত্তরঃ
 

66. ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
ক. অর্থনৈতিক
খ. রাজনৈতিক
গ. সামাজিক
ঘ. সাংস্কৃতিক
উত্তরঃ
 
67. লালবাগের কেল্লা কে স্থাপন করেন?
ক. টিপু সুলতান
খ. শাহ সুজা
গ. শায়েস্তা খান
ঘ. ইসলাম খান
উত্তরঃ
 
68. নিচের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন?
ক. মার্কোপোলো
খ. ফা-হিয়েন
গ. হিউয়েন সাং
ঘ. ইবনে বতুতা
উত্তরঃ
 
69. সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির ----
ক. বিক্ষেপণ
খ. প্রতিফলন
গ. প্রতিসরণ
ঘ. পোষণ
উত্তরঃ
 
70. যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন ---
ক. কমে
খ. বাড়ে
গ. একই থাকে
ঘ. অর্ধেক হয়ে যায়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question