Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- করতোয়া- ০৮.০১.২০১০
 
41. একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
ক. ১০০ জন
খ. ১৫০ জন
গ. ২০০ জন
ঘ. ২৫০ জন
উত্তরঃ
 
42. ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন বালক ঐ কাজটি কতদিনে করতে পারে?
ক. ৩ দিন
খ. ৪ দিন
গ. ৬ দিন
ঘ. ১২ দিন
উত্তরঃ
 
43. একটি গোলকের আয়তনের অনুপাত ৮ : ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
ক. ৪ : ৯
খ. ২ : ৩
গ. ৪ : ৫
ঘ. ৫ : ৬
উত্তরঃ
 
44. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
ক. ১৬০০ টাকা
খ. ১১০০ টাকা
গ. ১০০০ টাকা
ঘ. ৯০০ টাকা
উত্তরঃ
 
45. কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
ক. ২৫ টাকা
খ. ৫০ টাকা
গ. ৭৫ টাকা
ঘ. ১০০ টাকা
উত্তরঃ
 

46. একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
ক. ৭৫%
খ. ৬০%
গ. ৯০%
ঘ. ৮০%
উত্তরঃ
 
47. ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
ক. ১৯৫ টাকা
খ. ১৮০ টাকা
গ. ৯০ টাকা
ঘ. ৪৫ টাকা
উত্তরঃ
 
48. টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
ক. ৭টা
খ. ৫টা
গ. ৪টা
ঘ. ৩টা
উত্তরঃ
 
49. ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
50. পিতা ও দুই সন্তানের গড় বয়স ৩০ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
ক. ২০ বছর
খ. ৩০ বছর
গ. ৪০ বছর
ঘ. ৫০ বছর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question