Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- করতোয়া- ০৮.০১.২০১০
 
1. 'বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
ক. ড. নীলিমা ইব্রাহিম
খ. আনিস চৌধুরী
গ. আনোয়ার পাশা
ঘ. শহীদুল্লা কায়সার
উত্তরঃ
 
2. শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. অনেক আকাশ
খ. বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে)
গ. স্বর্ণ গর্দভ
ঘ. আশার বসতি
উত্তরঃ
 
3. 'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?
ক. সিকানদার আবু জাফর
খ. আনিস চৌধুরী
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শওকত ওসমান
উত্তরঃ
 
4. 'বনি আদম' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. শেখ ফজলুল করিম
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. গোলাম মোস্তফা
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ
 
5. মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি?
ক. রজনী
খ. নববিধান
গ. পদ্মরাগ
ঘ. প্রেমের সমাধি
উত্তরঃ
 

6. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি?
ক. রক্ত করবী
খ. রানা প্রতাসিংহ
গ. নবযৌবন
ঘ. বসন্ত কুমারী
উত্তরঃ
 
7. 'যদ্যাপি'এর সন্ধি বিচ্ছেদ---
ক. যদ + পি
খ. যদি + অপি
গ. যদ + অপি
ঘ. যদ্য + অপি
উত্তরঃ
 
8. 'সংসার' এর সন্ধি বিচ্ছেদ---
ক. সং + সার
খ. সাং + সার
গ. সম + সার
ঘ. সম্ + সার
উত্তরঃ
 
9. নিচের কোনটি দ্বিগু সমাস?
ক. আপাদমস্তক
খ. রুই কাতলা
গ. একরোখা
ঘ. সেতার
উত্তরঃ
 
10. নিচের কোনটি বহুব্রীহি সমাস?
ক. কানাকানি
খ. চালকুমড়া
গ. ইহকাল
ঘ. হাসিমুখ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question