Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- কপোতাক্ষ- ০৮.০১.২০১০
 
71. ক্ষমতার একক---
ক. নিউটন
খ. ক্যালরি
গ. জুল
ঘ. ওয়াট
উত্তরঃ
 
72. পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান ---
ক. ইকোলজি
খ. এনাটমি
গ. ইভোলিউশন
ঘ. হিস্টোলজী
উত্তরঃ
 
73. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
ক. ২৬ মার্চ, ১৯৭২
খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
গ. ১৭ এপ্রিল ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩
উত্তরঃ
 
74. সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় ---
ক. ১৯৭৭ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৭৯ সালে
ঘ. ১৯৮০ সালে
উত্তরঃ
 
75. প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ----
ক. ঢাকায়
খ. নয়াদিল্লিতে
গ. কলম্বোতে
ঘ. কাঠমান্ডুতে
উত্তরঃ
 

76. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?
ক. ১ জানুয়ারি, ১৯৯২
খ. ১ জানুয়ারি, ১৯৯৩
গ. ১ জানুয়ারি, ১৯৯১
ঘ. ১ জানুয়ারি, ১৯৯০
উত্তরঃ
 
77. নিচের কোন উক্তিটি সঠিক?
ক. বায়ু একটি যৌগিক পদার্থ
খ. বায়ু একটি মৌলিক পদার্থ
গ. বায়ু একটি মিশ্র পদার্থ
ঘ. বায়ু বলতে নাইট্রোজেন ও অক্সিজেনকেই বোঝায়
উত্তরঃ
 
78. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
ক. পরভোজী
খ. স্বভোজী
গ. পরাশ্রয়ী
ঘ. মৃতজীবী
উত্তরঃ
 
79. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----
ক. জিপসাম
খ. চুনাপাথর
গ. সাজিমাটি
ঘ. বালি
উত্তরঃ
 
80. 'ড্রাই আইস' হলো ----
ক. কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড
খ. কঠিন অবস্থায় সালফাই ডাইঅক্সাইড
গ. শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ
ঘ. কঠিন অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question