Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- কপোতাক্ষ- ০৮.০১.২০১০
 
61. বরেন্দ্রভূমি বলা হয় ---
ক. ময়নামতি ও লালমাই পাহাড়কে
খ. শালবন বিহারকে
গ. মধুপুর ও ভালয়ালের গড়কে
ঘ. রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে
উত্তরঃ
 
62. সুরমা ও কুশিয়ারা এ দু'নদীর মিলিত স্রোতের নাম ---
ক. কুশিয়ারা
খ. বরাক
গ. মেঘনা
ঘ. নবগঙ্গা
উত্তরঃ
 
63. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
ক. ৯.১২ মিনিট
খ. ৮.৩২ মিনিট
গ. ৭.৯৬ মিনিট
ঘ. ১০.৫৬ মিনিট
উত্তরঃ
 
64. কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?
ক. মেরু অঞ্চলে
খ. সমুদ্র পৃষ্ঠে
গ. ভূ-পৃষ্ঠের অভ্যন্তরে
ঘ. মহাশূন্যে
উত্তরঃ
 
65. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
ক. নূরুল আমীন
খ. খাজা নাজিমউদ্দীন
গ. মোহাম্মদ আলী
ঘ. লিয়াকত আলী খান
উত্তরঃ
 

66. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?
ক. ইংরেজরা
খ. ফরাসিরা
গ. পর্তুগিজরা
ঘ. ওলন্দাজরা
উত্তরঃ
 
67. 'গ্রান্ড ট্রাঙ্ক রোডের'নির্মাতা ---
ক. বাবর
খ. আকবর
গ. শাহজাহান
ঘ. শেরশাহ
উত্তরঃ
 
68. বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
ক. বখতিয়ার খলজী
খ. ইলিয়াস শাহ
গ. হুসেন শাহ
ঘ. শিরান খলজী
উত্তরঃ
 
69. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় ---
ক. দশমিক
খ. বাইনারী
গ. হেক্সাডেসিমেল
ঘ. অক্টাল
উত্তরঃ
 
70. কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ ---
ক. অন্তরক
খ. সুপরিবাহী
গ. কুপরিবাহী
ঘ. অর্ধ-পরিবাহী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question