Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- কপোতাক্ষ- ০৮.০১.২০১০
 
41. একটি পুকুর খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকুরটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
ক. ৭০০০ জন
খ. ৭২৫০ জন
গ. ৭৫০০ জন
ঘ. ৮০০০ জন
উত্তরঃ
 
42. ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?
ক. ১৫ টি
খ. ১৮ টি
গ. ২০ টি
ঘ. ২৫টি
উত্তরঃ
 
43. দুটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
ক. ১৫০
খ. ৭৫
গ. ৪৫
ঘ. ১৫
উত্তরঃ
 
44. পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ পূর্বে ছিল ৭ : ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
ক. ২ : ২
খ. ৭ : ৩
গ. ৩১ : ১৬
ঘ. ৭ : ২
উত্তরঃ
 
45. ০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
ক. ৮০%
খ. ৬০%
গ. ২০%
ঘ. ৪০%
উত্তরঃ
 

46. আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের----
ক. ১২৫%
খ. ১১৬%
গ. ৮০%
ঘ. ২০%
উত্তরঃ
 
47. কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৬৫
খ. ৭০
গ. ৪৪
ঘ. ৫০
উত্তরঃ
 
48. টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?
ক. ১০%
খ. ১৫%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তরঃ
 
49. তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?
ক. ৩০ বছর
খ. ২৮ বছর
গ. ২৭ বছর
ঘ. ২৪ বছর
উত্তরঃ
 
50. ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?
ক. ২৫ বছর
খ. ২৬ বছর
গ. ২৭ বছর
ঘ. ২৯ বছর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question