Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- কপোতাক্ষ- ০৮.০১.২০১০
 
1. 'জমীদার দর্পণ' নাটকটির রচয়িতা কে?
ক. মীর মশাররফ হোসেন
খ. অমৃতলাল বসু
গ. মনোমোহন বসু
ঘ. কালীপ্রসন্ন সিং
উত্তরঃ
 
2. 'দেনা পাওনা' উপন্যাসটি রচনা করেছেন?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বেগম রোকেয়া
উত্তরঃ
 
3. 'দোলনচাঁপা' কাব্যগ্রন্থটি রচনা করেছেন?
ক. যতীন্দ্র মোহন বাগচী
খ. কালিদাস রায়
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. গোলাম মোস্তফা
উত্তরঃ
 
4. 'কালের যাত্রা' নাটকটির রচয়িতা ---
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. অমৃতলাল বসু
গ. নবীনচন্দ্র সেন
ঘ. মনোমোহন বসু
উত্তরঃ
 
5. 'শেষের কবিতা' একটি ---
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. নাটক
উত্তরঃ
 

6. 'শিবমন্দির' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ক. গোবিন্দচন্দ্র দাস
খ. কায়কোবাদ
গ. অক্ষয় কুমার সরকার
ঘ. নবীনচন্দ্র সেন
উত্তরঃ
 
7. 'মনীষা'---এর সন্ধি -বিচ্ছেদ -----
ক. মন + ইষা
খ. মন + ঈষা
গ. মনস + ইষা
ঘ. মনস + ঈষা
উত্তরঃ
 
8. 'লবণ' এর সন্ধি বিচ্ছেদ ----
ক. লো + অন
খ. লব + অন
গ. লোব + অন
ঘ. লু + বন
উত্তরঃ
 
9. সমাস কত প্রকার?
ক. ৪ প্রকার
খ. ৮ প্রকার
গ. ৬ প্রকার
ঘ. ১০ প্রকার
উত্তরঃ
 
10. 'হজ্জযাত্রা' কোন সমাসের উদাহরণ?
ক. ৩য়া তৎপুরুষ
খ. ৪র্থী তৎপুরুষ
গ. ৫মী তৎপুরুষ
ঘ. ৭মী তৎপুরুষ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question