Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ইছামতি- ০৮.০১.২০১০
 
71. এক দোকানদার ১২ দিনে ৫০৪ টাকা আয় করলেন। প্রথম ৪ দিনে গড় আয় ৪০ টাকা হলে বাকি দিনগুলোর গড় আয় কত টাকা হবে?
ক. ৪০ টাকা
খ. ৪২ টাকা
গ. ৪৩ টাকা
ঘ. ৪৭ টাকা
উত্তরঃ
 
72. তিন পুত্রের বয়সের গড় ১৬ বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় ২৫ বছর। পিতার বয়স কত?
ক. ৪৫ বছর
খ. ৪৮ বছর
গ. ৫০ বছর
ঘ. ৫২ বছর
উত্তরঃ
 
73. একটি দ্রব্য ২৫ টাকা দিয়ে ক্রয় করে ৩০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ২০%
খ. ১৫%
গ. ১০%
ঘ. ৫%
উত্তরঃ
 
74. একটি জিনিস ৬০ পয়সায় বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
ক. ৭২ পয়সা
খ. ৮০ পয়সা
গ. ৪০ পয়সা
ঘ. ৫০ পয়সা
উত্তরঃ
 
75. এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
ক. ২০,০০০ টাকা
খ. ১৫,০০০ টাকা
গ. ১২,০০০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
উত্তরঃ
 

76. চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের ১০০০ টাকার চালের বর্তমান মূল্য ১২৫০ টাকা হলো। চালের মূল্য শতকরা কত বৃদ্ধি পেল?
ক. ২৫%
খ. ২১.৫%
গ. ২.৫%
ঘ. ১.২৫%
উত্তরঃ
 
77. ক ও খ এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দেয়া হয় যেন খ, ক এর দ্বিগুণ পায়। ক কত টাকা পায়?
ক. ৪৫ টাকা
খ. ৬০ টাকা
গ. ৯০ টাকা
ঘ. ১৩৫ টাকা
উত্তরঃ
 
78. ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ঃ ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৩ঃ ৭ হবে?
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ৯৮
উত্তরঃ
 
79. ক একটি কাজ ৫ দিনে এবং খ তা ১০ দিনে করতে পারে। তারা একত্রে ১ দিনে এর কত অংশ করতে পারবে?
ক. ১/১৫
খ. ১/১০
গ. ২/১৫
ঘ. ৩/১০
উত্তরঃ
 
80. যে পরিমাণ খাদ্যে ১৫ জন লোকের ৪০ দিনে চলে ঐ পরিমাণ খাদ্যে ৪০ জন লোকের কত দিন চলবে?
ক. ১৫ দিন
খ. ২০ দিন
গ. ২৫ দিন
ঘ. ৩০ দিন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question