Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ইছামতি- ০৮.০১.২০১০
 
61. কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে?
ক. ৩৫
খ. ৪৮
গ. ৬০
ঘ. ৬৫
উত্তরঃ
 
62. ১, ৫, ১৩, ২৯, ৬১ -----ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
ক. ৭৬
খ. ১০২
গ. ১০৬
ঘ. ১২৫
উত্তরঃ
 
63. নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
ক. ১/৩
খ. ২/৭
গ. ৫/২১
ঘ. ৩/৬
উত্তরঃ
 
64. নিচের উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
ক. ১/২৫
খ. ১/১৯
গ. ১/১৫
ঘ. ১/১২
উত্তরঃ
 
65. সামান্তরিকের বিপরীত কোণের অন্তদ্বিখণ্ডদ্বয়----
ক. পরস্পর সমান
খ. পরস্পর সমান্তরাল
গ. পরস্পরের উপর লম্ব
ঘ. পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
উত্তরঃ
 

66. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমান নয়, তাকে বলে ----
ক. রম্বস
খ. বর্গক্ষেত্র
গ. আয়তক্ষেত্র
ঘ. ট্রাপিজিয়াম
উত্তরঃ
 
67. a+1a=3 হলে, a2+1a2= কত ?
ক. 7
খ. 9
গ. 11
ঘ. 13
উত্তরঃ
 
68. m-1m=5 হলে, m3+1m3= কত ?
ক. 110
খ. 130
গ. 135
ঘ. 140
উত্তরঃ
 
69. x-1x=4 হলে, x2+1x2 এর মান কত ?
ক. 18
খ. 16
গ. 11
ঘ. 16
উত্তরঃ
 
70. x+y=5, xy=6 হলে x3+y3= কত ?
ক. 30
খ. 35
গ. 215
ঘ. 230
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question