Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ইছামতি- ০৮.০১.২০১০
 
51. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র ---
ক. সেক্সট্যান্ট
খ. ম্যানোমিটার
গ. ক্রেসকোগ্রাফ
ঘ. সিসমোগ্রাফ
উত্তরঃ
 
52. মনিটরের কাজ হলো ----
ক. গাণিতিক সমাধান করা
খ. লেখা ও ছবি দেখানো
গ. বিভিন্ন কাজের মধ্যে সংগতি স্থাপন করা
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
53. ফকির আন্দোলনের নেতা কে ছিলেন?
ক. সিরাজ শাহ
খ. মোহসীন আলী
গ. মজনু শাহ
ঘ. জহির শাহ
উত্তরঃ
 
54. ইউরোপ থেকে সম্রদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কোন সালে?
ক. ১৪৮৭ সালে
খ. ১৩৮৭ সালে
গ. ১৫৮৭ সালে
ঘ. ১৬৮৭ সালে
উত্তরঃ
 
55. প্রাচীন বাংলার সবগুলো জনপদই একত্রে বাংলা নামে পরিচিতি লাভ করে কার আমল থেকে?
ক. সুলতান সিকান্দার শাহ
খ. সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ
গ. নবাব সিরাজউদ্দৌলা
ঘ. নবাব আলীবর্দী খাঁ
উত্তরঃ
 

56. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
ক. লর্ড মাউন্টব্যাটেন
খ. লর্ড মিন্টো
গ. লর্ড কার্জন
ঘ. লর্ড ওয়াভেল
উত্তরঃ
 
57. সুন্দরবন কোন ধরনের বন?
ক. রেইন
খ. কনিয়ার
গ. ম্যানগ্রোভ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
58. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক. যমুনা
খ. পদ্মা
গ. সুরমা
ঘ. মেঘনা
উত্তরঃ
 
59. পৃথিবীর বৃহত্তম নদী কোনটি?
ক. হোয়াংহো
খ. নীল
গ. আমাজান
ঘ. কঙ্গো
উত্তরঃ
 
60. সূর্যের নিজ অক্ষের উপর আবর্তন করতে সময় লাগে ----
ক. ২৫ ঘণ্টা
খ. ২৮ ঘণ্টা
গ. ২৫ বছর
ঘ. ২৫ দিন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question