Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ইছামতি- ০৮.০১.২০১০
 
41. একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল ---
ক. আরও ডুববে
খ. ভাসবে
গ. একই থাকবে
ঘ. ভাসা ডোবা নির্ভর করবে জাহাজটির তৈরির সরঞ্জামের ওপর
উত্তরঃ
 
42. মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় ----
ক. বিষুবরেখা
খ. সুমেরু
গ. কুমেরু
ঘ. দ্রাঘিমা রেখা
উত্তরঃ
 
43. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---
ক. মৌসুমী বায়ুর প্রভাবে
খ. সামুদ্রিক বায়ুর প্রভাবে
গ. স্থলবায়ুর প্রভাবে
ঘ. আয়ন বায়ুর প্রভাবে
উত্তরঃ
 
44. রাষ্ট্র কয়টি উপাদান নিয়ে গঠিত?
ক. চারটি
খ. তিনটি
গ. দুইটি
ঘ. পাঁচটি
উত্তরঃ
 
45. বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের?
ক. সিলেট
খ. রাঙামাটি
গ. রংপুর
ঘ. কুমিল্লা
উত্তরঃ
 

46. বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী?
ক. রাষ্ট্রপতির কাছে
খ. জনগণের কাছে
গ. প্রধানমন্ত্রীর কাছে
ঘ. জাতীয় সংসদের কাছে
উত্তরঃ
 
47. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
ক. স্পীকার
খ. রাষ্ট্রপতি
গ. প্রধান বিচারপতি
ঘ. প্রধানমন্ত্রী
উত্তরঃ
 
48. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন?
ক. আব্দুর রহমান
খ. মোহাম্মদ ইদ্রিস
গ. ব্রজেন দাস
ঘ. এদের কেউই না
উত্তরঃ
 
49. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে। সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
ক. শূন্য হবে
খ. কমবে
গ. বাড়বে
ঘ. পরিবর্তন হবে না
উত্তরঃ
 
50. কাজের একক ----
ক. জুল
খ. ওয়াট
গ. নিউটন
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question