Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- ইছামতি- ০৮.০১.২০১০
 
31. নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাস?
ক. বেহুস
খ. মুখে ভাত
গ. খেচর
ঘ. গায়ে হলুদ
উত্তরঃ
 
32. নিচের কোনটি নিত্য সমাস?
ক. পঞ্চনদ
খ. বেয়াদব
গ. দেশান্তর
ঘ. ভালমন্দ
উত্তরঃ
 
33. 'মনস্তাপ' এর সন্ধি বিচ্ছেদ ----
ক. মন + তাপ
খ. মনস + তাপ
গ. মনঃ + তাপ
ঘ. মনো + তাপ
উত্তরঃ
 
34. 'উল্লাস' এর সন্ধি বিচ্ছেদ ----
ক. উৎ + লাস
খ. ঊৎ + লাস
গ. উল + লাস
ঘ. ঊল + লাস
উত্তরঃ
 
35. 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
ক. মমতাজ উদ্দিন আহমদ
খ. মামুনুর রশীদ
গ. ইব্রাহীম খলিল
ঘ. ওবায়েদ উল হক
উত্তরঃ
 

36. 'দুদিনের খেলাঘর' উপন্যাসটির রচয়িতা কে?
ক. আকবর হোসেন
খ. অন্নদাশঙ্কর রায়
গ. নারায়ণ গঙ্গোপাধ্যায়
ঘ. শওকত আলী
উত্তরঃ
 
37. আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ কোনটি?
ক. মানুষের মানচিত্র
খ. নির্বাসিত নায়ক
গ. নারিন্দা লেন
ঘ. সাতনরী হার
উত্তরঃ
 
38. 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
ক. সেলিম আল দীন
খ. আবদুল্লাহ আল মামুন
গ. জিয়া হায়দার
ঘ. আলাউদ্দীন আল আজাদ
উত্তরঃ
 
39. প্যারীচাঁদ মিত্র রচিত উপন্যাস কোনটি?
ক. আলালের ঘরের দুলাল
খ. সীতারাম
গ. চঞ্চলা
ঘ. কুহেলিকা
উত্তরঃ
 
40. 'সোনাভান' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. সৈয়দ হামজা
খ. আলাওল
গ. শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
ঘ. মীর মোহাম্মদ শফী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question