Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- বসন্ত- ১৩.০৮.২০১০
 
71. উত্তর গোলার্ধ ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় কখন?
ক. ২১ মার্চ
খ. ২১ জুন
গ. ২৩ সেপ্টেম্বর
ঘ. ২২ ডিসেম্বর
উত্তরঃ
 
72. একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
ক. ১০৬
খ. ১৫৬
গ. ২০৬
ঘ. ২৬০
উত্তরঃ
 
73. পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে?
ক. পটাশিয়াম
খ. ম্যাগনেশিয়াম
গ. নাইট্রোজেন
ঘ. আয়রন
উত্তরঃ
 
74. বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
ক. পাখি
খ. পানি
গ. বাতাস
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
75. হাড় ও দাঁতকে মজবুত করে ---
ক. ফসফরাস
খ. আয়রন
গ. আয়োডিন
ঘ. ম্যাগনেশিয়াম
উত্তরঃ
 

76. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানব দেহের ---
ক. কিডনি
খ. ফুসফুস
গ. যকৃত
ঘ. হৃৎপিণ্ড
উত্তরঃ
 
77. দক্ষিণ মেরুর অক্ষাংশ কত?
ক. ০ ডিগ্রী
খ. ৯০ ডিগ্রী
গ. ১২০ ডিগ্রী
ঘ. ১৮০ ডিগ্রী
উত্তরঃ
 
78. দুইটি স্থানের মধ্যে দ্রাঘিমাংশের পার্থক্য ১ ডিগ্রী হলে সময়ের পার্থক্য কত হবে?
ক. ১ মিনিট
খ. ২ মিনিট
গ. ৪ মিনিট
ঘ. ১০ মিনিট
উত্তরঃ
 
79. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
ক. শুক্র
খ. মঙ্গল
গ. বৃহস্পতি
ঘ. বুধ
উত্তরঃ
 
80. সমুদ্রে পানির গভীরতা মাপার একক ---
ক. মিটার
খ. ফুট
গ. কিলোমিটার
ঘ. ফ্যাদম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question