Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- বসন্ত- ১৩.০৮.২০১০
 
61. ৪ : ৫= ১২ : x হলে x -এর মান কত হবে?
ক. ১২
খ. ১৩
গ. ১৪
ঘ. ১৫
উত্তরঃ
 
62. দুইটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্বরাশি ৪০ হলে উত্তর রাশি কত?
ক. ১৫
খ. ৪৫
গ. ৭৫
ঘ. ১০০
উত্তরঃ
 
63. কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
ক. ৪২ টাকা
খ. ৪৫ টাকা
গ. ৫০ টাকা
ঘ. ৫২ টাকা
উত্তরঃ
 
64. ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি এক সমকোণের সমান হলে তাদের একটিকে অপরটির--
ক. পূরক কোণ বলে
খ. সম্পূরক কোণ বলে
গ. সন্নিহিত কোণ বলে
ঘ. প্রবৃদ্ধ কোণ বলে
উত্তরঃ
 
65. ত্রিভুজের তিন বাহু, এর অন্তর্বৃত্তের ---
ক. জ্যা
খ. ব্যাসার্ধ
গ. স্পর্শক
ঘ. ব্যাস
উত্তরঃ
 

66. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
ক. লাল
খ. নীল
গ. কালো
ঘ. বেগুনি
উত্তরঃ
 
67. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?
ক. পটাস
খ. ইউরিয়া
গ. টিএসপি
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
68. পানিমিশ্রিত দুধ পরীক্ষা যন্ত্রের নাম কি?
ক. ওডোমিটার
খ. ম্যানোমিটার
গ. ল্যাকটোমিটার
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
69. বৈদ্যুতিক ক্ষমতার একক হচ্ছে ---
ক. ভোল্ট
খ. ওহম
গ. অ্যাম্পিয়ার
ঘ. ওয়াট
উত্তরঃ
 
70. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
ক. অক্সিজেন
খ. ওজোন
গ. নাইট্রোজেন
ঘ. হিলিয়াম
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question