Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- বসন্ত- ১৩.০৮.২০১০
 
41. বাংলাদেশের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা' এর সুরকার কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. সলীল চৌধুরী
উত্তরঃ
 
42. মুজিবনগর কোথায় অবস্থিত?
ক. মেহেরপুর
খ. চুয়াডাঙ্গা
গ. সিরাজগঞ্জ
ঘ. নবাবগঞ্জ
উত্তরঃ
 
43. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় ----
ক. কালুরঘাট, চট্টগ্রাম
খ. শ্রীমঙ্গল, মৌলভীবাজার
গ. মুজিবনগর, মেহেরপুর
ঘ. নাটোর, রাজশাহী
উত্তরঃ
 
44. 'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত ---
ক. ফুটবলার হিসেবে
খ. ক্রিকেটার হিসেবে
গ. দৌড়বিদ হিসেবে
ঘ. টেনিস খেলোয়াড় হিসেবে
উত্তরঃ
 
45. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্স আপ হয়েছে?
ক. নেদারল্যান্ডস
খ. জার্মানি
গ. স্পেন
ঘ. ইতালি
উত্তরঃ
 

46. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. উত্তর আমেরিকা
ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ
 
47. ২০১০ সালে সাহিত্যে নোবেলজয়ী মারিও বার্গার য়োসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. আর্জেন্টিনা
খ. মেক্সিকো
গ. পেরু
ঘ. কলাম্বিয়া
উত্তরঃ
 
48. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন ----
ক. ইউরি গ্যাগারিন
খ. মাইকেল কলিন্স
গ. এডউইন-ই-অলড্রিন
ঘ. নীল আর্মস্ট্রং
উত্তরঃ
 
49. বিশ্বকাপ ফুটবল কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
ক. ৩ বছর
খ. ৪ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তরঃ
 
50. 3x+7y =10 এবং 4x-y=3 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
ক. 1, 1
খ. 1, 1/2
গ. 2, 1
ঘ. 1/2, 1
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question