Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- বসন্ত- ১৩.০৮.২০১০
 
11. কোনটি শুদ্ধ বানান?
ক. নিপিড়িত
খ. নীপিড়িত
গ. নিপীড়িত
ঘ. নিপীড়িত
উত্তরঃ
 
12. 'পালের গোদা'-- অর্থ কী?
ক. নৌকার পাল
খ. সচল ব্যক্তি
গ. সর্দার
ঘ. দলের শক্তিশালী লোক
উত্তরঃ
 
13. 'যে উপকারীর উপকার স্বীকার করে' ---এক কোথায় কী হবে?
ক. অকৃতজ্ঞ
খ. কৃতজ্ঞ
গ. কৃতঘ্ন
ঘ. অকৃতার্থ
উত্তরঃ
 
14. 'শিষ্টাচার' --এর সমার্থক শব্দ কোনটি?
ক. নিষ্ঠা
খ. সংযম
গ. সততা
ঘ. সদাচার
উত্তরঃ
 
15. 'সূর্য' --এর সমার্থক শব্দ কোনটি?
ক. শশাঙ্ক
খ. আদিত্য
গ. বিধু
ঘ. সুধাংশু
উত্তরঃ
 

16. Truth must prevail in the long run--বাক্য ' truth' শব্দটি কোন প্রকারের Noun?
ক. Common noun
খ. Collective noun
গ. Material noun
ঘ. Abstract noun
উত্তরঃ
 
17. 'The police dispersed the crowd'--বাক্য ' crowd' শব্দটি কোন প্রকারের Noun?
ক. Common noun
খ. Collective noun
গ. Material noun
ঘ. Abstract noun
উত্তরঃ
 
18. কোন বানানটি শুদ্ধ ?
ক. Occasion
খ. Ocasion
গ. Ocassion
ঘ. Occassion
উত্তরঃ
 
19. কোন বানানটি শুদ্ধ ?
ক. Disentery
খ. Dysentery
গ. Disentary
ঘ. Disentry
উত্তরঃ
 
20. কোন বানানটি শুদ্ধ ?
ক. Accesible
খ. Accessible
গ. Accesibal
ঘ. Acsecible
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question