Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- বসন্ত- ১৩.০৮.২০১০
 
1. হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নবীনচন্দ্র সেন
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ
 
2. 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি --
ক. ছোট গল্প
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. ভ্রমণ কাহিনী
উত্তরঃ
 
3. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
ক. মামুনুর রশীদ
খ. সৈয়দ শামসুল হক
গ. জিয়া হায়দার
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ
 
4. "বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে পঞ্চমী
খ. কর্তৃকারকে সপ্তমী
গ. কর্মকারকে পঞ্চমী
ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ
 
5. "ডাক্তার" ডাক ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য
খ. কর্তৃকারকে দ্বিতীয়া
গ. কর্মকারকে শূন্য
ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ
 

6. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ
 
7. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ
 
8. 'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সড় + শ
খ. ষোড় + শ
গ. ষোড় + অশ
ঘ. ষট্ + দশ
উত্তরঃ
 
9. 'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অধ + গতি
খ. অধঃ + গতি
গ. অধ + অগতি
ঘ. অধঃ + অগতি
উত্তরঃ
 
10. কোন বানানটি শুদ্ধ?
ক. মরিচীকা
খ. মরীচিকা
গ. মরিচিকা
ঘ. মরীচীকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question