Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- হেমন্ত- ১৩.০৮.২০১০
 
71. 3x+y =9 এবং 4x-y=7 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
ক. 3, -2
খ. 4, -3
গ. 2, 3
ঘ. 1, 6
উত্তরঃ
 
72. 'পদ্মানদীর মাঝি' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ---
ক. উপন্যাস
খ. নাটক
গ. গল্প
ঘ. ভ্রমণ কাহিনী
উত্তরঃ
 
73. পলাশীর যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
ক. ১৭৫৬ সালে
খ. ১৭৫৭ সালে
গ. ১৭৫৮ সালে
ঘ. ১৭৬০ সালে
উত্তরঃ
 
74. বায়োগ্যাস প্লান্টে গোবর ও পানির অনুপাত কত?
ক. ১ঃ ২
খ. ২ঃ ১
গ. ১ঃ ৩
ঘ. ৩ঃ ১
উত্তরঃ
 
75. বাংলাদেশের মুসা ইব্রাহীম কত তারিখে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের শিখরে পা রাখেন?
ক. ২০ মে ২০১০
খ. ২১ মে ২০১০
গ. ২২ মে ২০১০
ঘ. ২৩ মে ২০১০
উত্তরঃ
 

76. কত তাপমাত্রার পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০ ডিগ্রী সেন্টিগ্রেড
খ. ২ ডিগ্রী সেন্টিগ্রেড
গ. ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
ঘ. ৬ ডিগ্রী সেন্টিগ্রেড
উত্তরঃ
 
77. This ring is made of gold --বাক্য ' gold' শব্দটি কোন প্রকারের Noun?
ক. Common noun
খ. Collective noun
গ. Material noun
ঘ. Abstract noun
উত্তরঃ
 
78. 'Our team is better than yours' --বাক্য ' team' শব্দটি কোন প্রকারের Noun?
ক. Common noun
খ. Collective noun
গ. Material noun
ঘ. Abstract noun
উত্তরঃ
 
79. 2x+3y =3 এবং 4x-5y=17 হলে, x ও y এর মান হবে যথাক্রমে ---
ক. 1, -3
খ. 2, -1
গ. 3, -1
ঘ. -3, -1
উত্তরঃ
 
80. 'বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া-ভার, ঐ হল পুণ্যের যাত্রীরা খেয়া পার।' ---এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
ক. কাজী নজরুল ইসলাম
খ. বেগম সুফিয়া কামাল
গ. শেখ ফজলুল করিম
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question