Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- হেমন্ত- ১৩.০৮.২০১০
 
51. আয়তনে বৃহত্তম মহাসাগর কোনটি?
ক. ভারত মহাসাগর
খ. উত্তর মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর
উত্তরঃ
 
52. ক্লোরোফিল ছাড়া সম্পন্ন হয় না ---
ক. অভিস্রবণ
খ. সালোকসংশ্লেষণ
গ. শ্বসন
ঘ. রেচন
উত্তরঃ
 
53. উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় --
ক. কাণ্ডের অগ্রভাবে
খ. মূলের অগ্রভাগে
গ. পাতায়
ঘ. মূল ও কাণ্ডের অগ্রভাবে
উত্তরঃ
 
54. মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ ---
ক. যকৃত
খ. স্নায়ু
গ. কিডনি
ঘ. ত্বক
উত্তরঃ
 
55. কোন বানানটি শুদ্ধ?
ক. Believable
খ. Belevable
গ. Believeble
ঘ. Belevable
উত্তরঃ
 

56. কোন পরিবারে ১০ জন সদস্যের ৩০ দিনের খাবার আছে। ৫ জন অতিথি আসলে ঐ খাদ্যে সদস্যদের মোট কতদিন চলবে?
ক. ২০ দিন
খ. ২৪ দিন
গ. ২৫ দিন
ঘ. ৩০ দিন
উত্তরঃ
 
57. "পড়াশোনায়" মন দাও ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে সপ্তমী
খ. কর্মকারকে সপ্তমী
গ. অধিকরণ কারকে সপ্তমী
ঘ. অপাদান কারকে সপ্তমী
উত্তরঃ
 
58. "টাকায়" অসাধ্য সাধন হয় ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মকারকে সপ্তমী
খ. করণ কারকে সপ্তমী
গ. অধিকরণ কারকে সপ্তমী
ঘ. অপাদান কারকে সপ্তমী
উত্তরঃ
 
59. আগ্রার দুর্গের নির্মাতা কে?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট হুমায়ুন
গ. সম্রাট আওরঙ্গজেব
ঘ. সম্রাট জাহাঙ্গীর
উত্তরঃ
 
60. ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ চতুর্থ স্থান অধিকার করেছে?
ক. উরুগুয়ে
খ. জার্মান
গ. প্যারাগুয়ে
ঘ. ঘানা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question