Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- হেমন্ত- ১৩.০৮.২০১০
 
21. কোন বাক্যটি শুদ্ধ?
ক. He shouted in the top of his voice.
খ. He shouted with the top of his voice.
গ. He shouted on the top of his voice.
ঘ. He shouted at the top of his voice.
উত্তরঃ
 
22. ১, ৩, ৬, ১০, ১৫ ----ক্রমটির পরবর্তী পদ কত?
ক. ১৮
খ. ২১
গ. ২৪
ঘ. ৩০
উত্তরঃ
 
23. ১, ৩, ৪, ৭, ১১, ১৮ ------ক্রমটির পরবর্তী পদ কত?
ক. ২৫
খ. ২৯
গ. ৩৬
ঘ. ৪২
উত্তরঃ
 
24. কোন বানানটি শুদ্ধ?
ক. বিভিষীকা
খ. বীভিষিকা
গ. বীভিষীকা
ঘ. বিভীষিকা
উত্তরঃ
 
25. কোন বানানটি শুদ্ধ?
ক. রূপায়ন
খ. রুপায়ন
গ. রূপায়ণ
ঘ. রুপায়ণ
উত্তরঃ
 

26. ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক. নেদারল্যান্ড
খ. জাপান
গ. ইতালি
ঘ. জার্মানি
উত্তরঃ
 
27. পৃথিবীর একমাত্র উপগ্রহ ---
ক. সূর্য
খ. বুধ
গ. চন্দ্র
ঘ. শুক্র
উত্তরঃ
 
28. চন্দ্রে অবতরণকারী প্রথম চন্দ্রযানের নাম ---
ক. ভয়েজার-১
খ. অ্যাপোলো-১১
গ. ভয়েজার-২
ঘ. চ্যালেঞ্জার
উত্তরঃ
 
29. হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র ---
ক. কম্পাস
খ. স্টেথোস্কোপ
গ. গ্যালভানোমিটার
ঘ. কার্ডিওগ্রাফ
উত্তরঃ
 
30. He said, "What a pity!" বাক্যটির Indirect speech হবে----
ক. He said that it was a great pity
খ. He exclaimed that it is a great pity
গ. He exclaimed that it was a great pity
ঘ. He exclaimed that it is great pity
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question