Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- হেমন্ত- ১৩.০৮.২০১০
 
1. 'স্ক্যানার' হলো একটি ---
ক. আউটপুট ডিভাইস
খ. ইনপুট ডিভাইস
গ. কো-অর্ডিনেটিং ডিভাইস
ঘ. মিক্সড ডিভাইস
উত্তরঃ
 
2. 'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত ---
ক. ক্রিকেটার হিসাবে
খ. সাঁতারু হিসাবে
গ. ফুটবলার হিসাবে
ঘ. দৌড়বিদ হিসাবে
উত্তরঃ
 
3. 'কথা' এর সমার্থক শব্দ কোনটি?
ক. তনয়া
খ. বচন
গ. খাদক
ঘ. পিক
উত্তরঃ
 
4. 'উত্তম' এর সমার্থক শব্দ কোনটি?
ক. প্রধান
খ. দীনতা
গ. বিকাশ
ঘ. বিভু
উত্তরঃ
 
5. বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ---
ক. ব্যাসার্ধ
খ. ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
গ. ব্যাস
ঘ. কেন্দ্র হতে দূরবর্তী জ্যাটি
উত্তরঃ
 

6. স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ ----
ক. এক সমকোণের অর্ধেক
খ. দুই সমকোণ
গ. তিন সমকোণ
ঘ. এক সমকোণ
উত্তরঃ
 
7. 'Milk and water'--- phrase --টির অর্থ কি?
ক. Pure milk and water
খ. Dirty milk and water
গ. Lifeless dull
ঘ. Colourless things
উত্তরঃ
 
8. 'In black and white'--- phrase --টির অর্থ কি?
ক. Verbally
খ. In writing
গ. Temporary
ঘ. False
উত্তরঃ
 
9. 'Calm' --এর সমার্থক শব্দ কোনটি?
ক. Quiet
খ. Angry
গ. Inflamed
ঘ. Agitated
উত্তরঃ
 
10. 'Immortal' --এর সমার্থক শব্দ কোনটি?
ক. Mortal
খ. Deathless
গ. Finite
ঘ. Transient
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question