Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- শরৎ- ১৩.০৮.২০১০
 
71. আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারী করা হয়?
ক. ৭ মার্চ ১৯৭১
খ. ২৫ মার্চ ১৯৭১
গ. ১০ এপ্রিল ১৯৭১
ঘ. ১৭ মার্চ ১৯৭১
উত্তরঃ
 
72. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
ক. পাঁচ
খ. ছয়
গ. সাত
ঘ. আট
উত্তরঃ
 
73. নিউমোনিয়া রোগটি হয় ---
ক. হৃৎপিণ্ডে
খ. ফুসফুসে
গ. যকৃতে
ঘ. কিডনীতে
উত্তরঃ
 
74. রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় প্রধানত ---
ক. ভিটামিন
খ. পানি
গ. শর্করা
ঘ. স্নেহ
উত্তরঃ
 
75. সবচেয়ে কঠিন পদার্থ ---
ক. গ্রাফাইট
খ. টাংস্টেন
গ. প্ল্যাটিনাম
ঘ. হীরা
উত্তরঃ
 

76. আলোর বর্ণ নির্ধারণকরে তার -
ক. বিস্তার
খ. গতিবেগ
গ. তরঙ্গদৈর্ঘ্য
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
77. কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
ক. নীল আলো
খ. বেগুনী আলো
গ. হলুদ আলো
ঘ. লাল আলো
উত্তরঃ
 
78. ক্ষমতার একক ---
ক. ওয়াট
খ. জুল
গ. ক্যালরি
ঘ. নিউটন
উত্তরঃ
 
79. পৃথিবীর নিকটতম গ্রহ ----
ক. মঙ্গল
খ. বুধ
গ. শুক্র
ঘ. বৃহস্পতি
উত্তরঃ
 
80. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
ক. ১০.৫৬মিনিট
খ. ৯.১২ মিনিট
গ. ৭.৯৬ মিনিট
ঘ. ৮.৩২ মিনিট
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question