Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- শরৎ- ১৩.০৮.২০১০
 
61. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ক. বরাইল
খ. কাঞ্চন জঙ্গা
গ. কৈলাস
ঘ. গডউইন অস্টিন
উত্তরঃ
 
62. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে?
ক. চাঁদপুরের কাছে
খ. ভৈরব বাজারে
গ. গোয়ালন্দে
ঘ. নারায়ণগঞ্জ
উত্তরঃ
 
63. ভূ-প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে --
ক. ৩টি অঞ্চলে
খ. ৪টি অঞ্চলে
গ. ৫টি অঞ্চলে
ঘ. ৬টি অঞ্চলে
উত্তরঃ
 
64. ব্রিটিশ আমলে বাংলাদেশে যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান?
ক. কোরায়েশী আন্দোলন
খ. হাসেমী আন্দোলন
গ. ফরায়েজী আন্দোলন
ঘ. সৈয়দী আন্দোলন
উত্তরঃ
 
65. কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯০৩ সালে
খ. ১৯০৪ সালে
গ. ১৯০৫ সালে
ঘ. ১৯০৬ সালে
উত্তরঃ
 

66. বঙ্গভঙ্গের পরেই ঢাকায় কি নির্মিত হয়?
ক. সুরম্য অট্রালিকা
খ. কার্জন হল
গ. হাইকোর্ট
ঘ. এর সবগুলিই
উত্তরঃ
 
67. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
ক. এ. কে. ফজলুল হক
খ. ইস্কান্দার মির্জা
গ. চৌধুরী খালেকুজ্জামান
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তরঃ
 
68. কে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন?
ক. গান্ধীজি
খ. মাওলানা শওকত আলী
গ. জহরলাল নেহেরু
ঘ. বিপিনচন্দ্র পাল
উত্তরঃ
 
69. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক. জয়নুল আবেদীন
খ. কামরুল হাসান
গ. হাসেম খান
ঘ. হামিদুর রহমান
উত্তরঃ
 
70. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
ক. ১২ ডিসেম্বর
খ. ১৩ ডিসেম্বর
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ১১ ডিসেম্বর
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question