Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- শরৎ- ১৩.০৮.২০১০
 
31. a + b =5 এর a-b=3 হলে, ab এর মান কত?
ক. 2
খ. 4
গ. 5
ঘ. 3
উত্তরঃ
 
32. (x+5)(x-3)=কত ?
ক. x2+8x+15
খ. x2+2x-15
গ. x2+8x-15
ঘ. x2-15
উত্তরঃ
 
33. দুটি বৃত্ত যদি পরস্পর স্পর্শ করে তবে কেন্দ্রস্থ হতে স্পর্শ বিন্দুগামী সরলরেখা দুটির অন্তর্ভুক্ত কোণ ---
ক. সরল কোণ
খ. সমকোণ
গ. স্থুল কোণ
ঘ. সুক্ষ্মকোণ
উত্তরঃ
 
34. যে সামান্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে বলে --
ক. আয়তক্ষেত্র
খ. ট্রাপিজিয়াম
গ. বর্গক্ষেত্র
ঘ. রম্বস
উত্তরঃ
 
35. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা একটি কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
ক. ৭ দিন
খ. ৯ দিন
গ. ৫ দিন
ঘ. ৬ দিন
উত্তরঃ
 

36. ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুত্তীর্ণ হলে উত্তীর্ণ পরীক্ষার্থীর শতকরা হার ---
ক. ৫৩%
খ. ৬১%
গ. ৬০%
ঘ. ৬৫%
উত্তরঃ
 
37. ২০ জন বালক ও ১৫ জন বালিকার গড় বয়স ১৫ বছর। বালকদের গড় বয়স ১৫.৫ বছর হলে, বালিকাদের গড় বয়স কত?
ক. ১৪ বছর
খ. ১৪ বছর ৪ মাস
গ. ১৪ বছর ৬ মাস
ঘ. ১৪ বছর ৮ মাস
উত্তরঃ
 
38. পিতা ও ২ সন্তানের বয়সের গড় ৩০ বছর। ২ সন্তানের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
ক. ৫০ বছর
খ. ৬০ বছর
গ. ৫৫ বছর
ঘ. ৪০ বছর
উত্তরঃ
 
39. এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক ডজন কলা ৩৬ টাকায় বিক্রয় করা হল। শতকরা কত টাকা লাভ হবে?
ক. ১০%
খ. ১৫%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ
 
40. এক ডজন আম ৩৬ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ২৫% ক্ষতি হবে?
ক. ৫ টাকা
খ. ৬ টাকা
গ. ৮ টাকা
ঘ. ৯ টাকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question