Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- শরৎ- ১৩.০৮.২০১০
 
11. নীল আকাশের নিচে আমি "রাস্তা " চলেছি একা---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. সম্প্রদানে শূন্য
উত্তরঃ
 
12. "নৌকায়" নদী পার হলাম---বাক্যে উদ্ধত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী
খ. সম্প্রদানে ৪র্থী
গ. অপাদানে ৫মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ
 
13. “ আনন্দ” এর সমার্থক শব্দ নয় ---
ক. উচ্ছাস
খ. উল্লাস
গ. শ্রান্তি
ঘ. স্ফুরন
উত্তরঃ
 
14. “ অমৃত” এর বিপরীতার্থক শব্দ ---
ক. তিক্ত
খ. বিষাক্ত
গ. বিরল
ঘ. গরল
উত্তরঃ
 
15. যা কষ্টে লাভ করা যায় ----
ক. অলভ্য
খ. দুর্লভ
গ. দুর্জয়
ঘ. কষ্ট সাধ্য
উত্তরঃ
 

16. কোনটি Conjunction?
ক. or
খ. very
গ. out
ঘ. for
উত্তরঃ
 
17. কোনটি পুংলিঙ্গ?
ক. Girl
খ. Goose
গ. Man
ঘ. Mare
উত্তরঃ
 
18. কোনটি শুদ্ধ বানান?
ক. Achivement
খ. Acheivment
গ. Achevement
ঘ. Achievement
উত্তরঃ
 
19. কোনটি শুদ্ধ বানান?
ক. Ocasion
খ. Occasion
গ. Ocassion
ঘ. Occassion
উত্তরঃ
 
20. “ We do not like idle people” বাক্যটির Passive form হবে----
ক. Idle people are not liked by us
খ. We are not liked by idle people
গ. Idle people are not like us
ঘ. Idle people are not of our liking
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question